Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২১

তালিকাভুক্তির নিয়ম ও প্রয়োজনীয় ডকুমেন্ট

বিএনএসিডব্লিউসি’র সনদপত্রের জন্য আবেদনের নিয়মাবলি এবং প্রয়োজনীয় কাগজপত্র

 

বিএনএসিডব্লিউসি’র সাথে তালিকাভুক্তির লক্ষ্যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত কাগজপত্র বা দলিলাদিসহ জাতীয় কর্তৃপক্ষের নিকট “ফরম-ক” এর মাধ্যমে আবেদন করা যাবে (ফরম-ক বা আবেদনপত্র বিএনএসিডব্লিউসি’র ওয়েবসাইট ও অফিস থেকে সংগ্রহ করা যাবে):

 

  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (ব্যক্তির ক্ষেত্রে)
  • জাতীয় পরিচয়পত্র / নাগরিকত্ব সনদপত্র
  • ব্যবসা পরিচালনা সংক্রান্ত ট্রেড লাইসেন্স
  • টি, আই, এন সনদপত্র (Tax Identification Number (TIN) Certificate)
  • মূল্য সংযোজন কর (VAT) রেজিষ্ট্রেশন সার্টিফিকেট
  • আমদানি নিবন্ধন সনদপত্র (আই, আর, সি) ও রপ্তানি নিবন্ধন সনদপত্র (ই, আর, সি) [শুধুমাত্র আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য]
  • তালিকাভুক্তি সনদের জন্য ফি ৫০০.০০ (পাঁচশত টাকা মাত্র) সঞ্চয়ী হিসাব নম্বর ০১১১৫-৩৪৫০২৮৬৭, সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস কর্পোরেট শাখা, বাংলাদেশ “জাতীয় কর্তৃপক্ষঃ সিডব্লিউসি তালিকাভুক্তিকরণ ফান্ড” বরাবর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে
  • তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার, উৎপাদন ইত্যাদি বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের (নিজ অফিস প্যাডে কোম্পানি কর্তৃক প্রদত্ত) প্রত্যয়নপত্র
  • তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের উৎপাদনকারী, ব্যবহারকারী, প্রক্রিয়াজাতকারী ও অর্জনকারী কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতি ও অবকাঠামো বিষয় সম্পর্কিত ঘোষণাপত্র
  • বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর বিধান অনুযায়ী আবেদনকারী যে এসোসিয়েশন অথবা জেলা চেম্বারের সদস্য সেই সংগঠনের সদস্যভুক্তির সনদপত্র
  • কোম্পানীর ক্ষেত্রে, দফা (ক) হতে দফা (ঞ) তে উল্লেখিত কাগজপত্র ও দলিলসহ নিম্নবর্ণিত দলিলাদি, যথাঃ-
    • এর মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এবং আর্টিকেল অব এসোসিয়েশনের এবং রেজিষ্ট্রেশন সার্টিফিকেট; এবং
    • এর মালিক, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালকগণের নাগরিকত্ব সনদপত্রসহ প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ফায়ার সার্টিফিকেট

¤ বিএনএসিডব্লিউসি’র তালিকাভুক্তি সনদের মেয়াদ পাঁচ (৫) বছর

 

বিএনএসিডব্লিউসি’র সনদপত্র নবায়নের জন্য আবেদনের নিয়মাবলি এবং প্রয়োজনীয় কাগজপত্র

 

বিএনএসিডব্লিউসি’র সাথে তালিকাভুক্তি সনদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে সনদ নবায়নের জন্য আবেদন করতে হবে। তালিকাভুক্তি সনদ নবায়নের লক্ষ্যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত কাগজপত্র বা দলিলাদিসহ জাতীয় কর্তৃপক্ষের নিকট “ফরম-গ” এর মাধ্যমে আবেদন করা যাবে (ফরম-গ বা আবেদনপত্র বিএনএসিডব্লিউসি’র ওয়েবসাইট ও অফিস থেকে সংগ্রহ করা যাবে):

 

  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (ব্যক্তির ক্ষেত্রে)
  • হালনাগাদ ব্যবসা পরিচালনা সংক্রান্ত ট্রেড লাইসেন্স
  • হালনাগাদ মূল্য সংযোজন কর (VAT) রেজিষ্ট্রেশন সার্টিফিকেট
  • হালনাগাদ আমদানি নিবন্ধন সনদপত্র (আই, আর, সি) ও রপ্তানি নিবন্ধন সনদপত্র (ই, আর, সি) [ শুধুমাত্র আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য ]
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ফায়ার সার্টিফিকেট
  • তালিকাভুক্তির সনদ নম্বর, সনদ প্রাপ্তির তারিখ ও মেয়াদকাল (ফটোকপি সংযুক্তি)
  • আবেদনকারীর সর্বশেষ ২ (দুই) বৎসরের কার্য সম্পাদন প্রতিবেদন (দুই প্রস্থ)
  • তালিকাভুক্তি সনদ নবায়নের জন্য ৩০০.০০ (তিনশত টাকা মাত্র), সঞ্চয়ী হিসাব নম্বর ০১১১৫-৩৪৫০২৮৬৭, সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস কর্পোরেট শাখা, বাংলাদেশ “জাতীয় কর্তৃপক্ষঃ সিডব্লিউসি তালিকাভুক্তিকরণ ফান্ড” বরাবর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে
  • আবেদনকারীর বিরুদ্ধে কোন ফৌজদারী, অর্থ ঋণ সংক্রান্ত বা অন্য কোন মামলা বিদ্যমান থাকিলে উহার বিস্তারিত বিবরণ
  • ইতোপূর্বে কোন মামলায় আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হইয়া থাকিলে উহার বিস্তারিত বিবরণ